রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৪টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন তথ্যটি জানান।
তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, ১৩ জন সিভিয়ার ও ২৩ জন মধ্যম পর্যায়ে দগ্ধ হয়েছেন।
দগ্ধদের সুচিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ডা. নাসির উদ্দিন বলেন, আজ সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিমের আলোচনা হয়েছে। প্রতিটি রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা প্রটোকল ঠিক করা হয়েছে। কাদের অপারেশন প্রয়োজন, কার ড্রেসিং পরিবর্তন হবে, কার জন্য কোন ওষুধ প্রযোজ্য— এসব বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বার্ন চিকিৎসা একটি ডায়নামিক প্রক্রিয়া। প্রতি ঘণ্টায় রোগীর অবস্থার পরিবর্তন হতে পারে। তাই প্রতিটি রোগীকে ১২ ঘণ্টা পর পর নতুন করে মূল্যায়ন করা হচ্ছে এবং সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হচ্ছে।
শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শিশুদের জন্য বিশেষ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
চিকিৎসা উপকরণ ও ওষুধের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে আশ্বস্ত করে তিনি বলেন, বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব কিছুই রয়েছে।

