spot_img

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

অবশ্যই পরুন

চলতি এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবহাওয়াজনিত দুর্যোগ ও বিভিন্ন অঞ্চলে সংঘটিত বিশেষ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

কোন তারিখের পরীক্ষা কবে হবে?
২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট, ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট, কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে ১২ আগস্ট, যা স্থগিত হয়েছিল বন্যার কারণে, গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট, স্থানীয় সংঘর্ষের কারণে যেটি স্থগিত হয়েছিল।

লিখিত পরীক্ষার সময় পেছানোর কারণে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট থেকে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীদের আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে এবং নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে নিয়মিত আপডেট দেখতে।

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

সর্বশেষ সংবাদ

নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ