স্ট্রেলিয়ার সংসদে এক উত্তপ্ত মুহূর্তে গ্রিনস পার্টির সেনেটর মেহরিন ফারুকি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজির সামনেই ‘গাজা ক্ষুধার্ত, শব্দ তাদের খাওয়াবে না, ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিন’ লেখা একটি প্ল্যাকার্ড তুলে ধরেন। এই ঘটনায় সিনেট পরে তাকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনে।
এ ঘটনার পর, অস্ট্রেলিয়ার সিনেট ৫০-১১ ভোটে গ্রিনস পার্টির সেনেটর মেহরিন ফারুকিকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পক্ষে রায় দিয়েছে।
সেনেট প্রেসিডেন্ট সু লাইনস বলেছেন, ‘সেনেটর ফারুকি রাজনৈতিক বার্তা বহনকারী প্ল্যাকার্ড ব্যবহার করে সিনেটের নিয়ম লঙ্ঘন করেছেন। এটি গভর্নর-জেনারেল ও প্রধান বিচারপতিকে রাজনৈতিক বিতর্কে জড়ানোর মতো অপ্রাসঙ্গিক।’
সূত্র: অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন।