অনতিবিলম্বে ‘সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স-২০২৫’ বাতিলের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
আজ বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই দাবি জানান তিনি।
এই অর্ডিন্যান্সকে ফ্যাসিস্ট পুনর্বাসনের নীলনকশা বলে বাতিলের দাবিতে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এসময় ‘সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স-২০২৫’-কে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
এদিকে, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স-২০২৫’ হলো ফ্যাসিস্ট পুনর্বাসনের নীলনকশা।
এসময় অনতিবিলম্বে দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।