spot_img

অক্টোবরে আসছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’

অবশ্যই পরুন

অফিশিয়াল ঘোষণা এসেছে শেষ হলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর শুটিং। বহু প্রতীক্ষিত এই প্রিক্যুয়েল ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, এবার নির্মাতারা প্রকাশ করলেন এক আবেগজড়ানো বিহাইন্ড দ্য সিন ভিডিও। সেখানে ধরা পড়েছে সিনেমাটির ব্যাপকতা, সাংস্কৃতিক গভীরতা ও আধ্যাত্মিক আবহ—যা পুরো কাজটিকে যেন এক অলৌকিক অভিজ্ঞতায় পরিণত করেছে।

টানা তিন বছর ধরে হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে ছবিটি। রিশব শেঠি নিজেও একে বলছেন, “শুধু একটা সিনেমা নয়, এটা এক পবিত্র শক্তি।” হোম্বালে ফিল্মস প্রযোজিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ অক্টোবর ২০২৫-এ, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে।

‘কেজিএফ’ ও ‘সালার’-এর রেশ পেরিয়ে এই মিথো-ফ্যান্টাসি এপিক আবারও ভারতীয় সিনেমার সংজ্ঞা বদলে দেবে বলেই মনে করছেন অনেকে।

সর্বশেষ সংবাদ

এসিসি সভাপতির সঙ্গে হকি-কাবাডি নিয়েও আলোচনা ক্রীড়া উপদেষ্টার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন রাজা নকভি আজ সকালে বাংলাদেশে এসেছেন। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। এসিসি প্রেসিডেন্ট মহসিন রাজা...

এই বিভাগের অন্যান্য সংবাদ