spot_img

মাইলস্টোন ইস্যুতে শিক্ষার্থী ও জনগণকে ধৈর্য ধরার আহ্বান নাহিদ ইসলামের

অবশ্যই পরুন

মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থী ও জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিমান দুর্ঘটনায় সরকার সঠিক সময়ে দায়িত্ব পালন করতে না পারায় পরিস্থিতি হাত থেকে বের হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।

মরদেহ গুম ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিলো বলেও মনে করেন নাহিদ ইসলাম। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, তদন্ত কমিটিতে শুধু সরকার থাকবে না স্কুলের কমিটিরাও থাকবে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান ও তালেবান পক্ষ পরস্পরের সম্মতিতে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার ( ১৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ