ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পন্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন এ তথ্য জানান।
ল্যান্ড পোর্ট দিয়ে সুতা আমদানির ব্যাপারে তিনি বলেন, সি-পোর্ট দিয়ে আমদানি হচ্ছে। তবে ব্যবসায়ীরা চাইলে আমরা সে দেশের সাথে আলোচনা করতে পারি। কারণ, আমরা ব্যবসায়ীদের কথা আগে ভেবে থাকি।
সার্ভার জটিলতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সমস্যাটা আমাদের সকল কাস্টমসেই হচ্ছে। আমরা বিকল্প কিছু করার চিন্তা ভাবনা করছি।
এর আগে তিনি বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন।