রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার কোন গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে কুুর্মিটোলায় এ কে খন্দকার বিমান ঘাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
তিনি জানান, এই ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে, কোন ভুল ত্রুটি থাকলে তার জন্য ব্যবস্থা নেয়া হবে। আহতদের চিকিৎসা দেয়া টাই এখন প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিমান বাহিনী। এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর প্রধান বলেন, ঢাকায় গুরুত্বপূর্ন স্থাপনা ও গুরুত্বপূর্ন ব্যাক্তিদের বসবাস থাকায় এখানে একটি শক্তিশালি এয়ার বেইজ থাকা অত্যন্ত জরুরি।