গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহে প্রথমবারের মতো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানের সময় নিজেদের বিস্ফোরণেই তাদের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে টাইমস অব ইসরায়েল।
নিহত ১৯ বছর বয়সী সেনার নাম স্টাফ সার্জেন্ট অমিত কোহেন। হোলনের গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন তিনি। সোমবার দক্ষিণ গাজায় আইডিএফের বিস্ফোরণে মৃত্যু হয় তার।
আইডিএফের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খান ইউনিসে একটি ভবনের ভিতরে ইসরায়েলি সামরিক গোলাবারুদের বিস্ফোরণে কোহেন নিহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, বিস্ফোরণে ১৩তম ব্যাটালিয়নের একজন কর্মকর্তাও গুরুতর আহত হন।
কোহেনের মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং উপত্যকার সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলের নিহতের সংখ্যা ৪৫৫ জনে দাঁড়িয়েছে।