spot_img

বাংলাদেশের একাদশে নেই তাসকিন-তামিম, ফিরলেন নাঈম-শরিফুল

অবশ্যই পরুন

সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানের বিপক্ষে কখনই টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে পারলেই সে ইতিহাসে নাম লেখানো হবে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের এই মিশনে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাকিস্তান অধিনায়ক সালমান আগা ফিল্ডিং বেছে নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ আগে ব্যাট করবে।

এর আগে একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ :

তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ :

সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ ড্যানিয়েল।

সর্বশেষ সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: উপদেষ্টা ফাওজুল কবির

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ