spot_img

সিরিজ জিতবে, নাকি অপেক্ষা বাড়াবে বাংলাদেশ

অবশ্যই পরুন

একদিকে শোক, অন্যদিকে সম্ভাবনার আলো। রাষ্ট্রীয় শোকের দিনেও মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ মাঠে নামছে বাংলাদেশ। উত্তরা ট্রাজেডির শোক নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকা লিটনরা আজ জিতলেই সিরিজ নিশ্চিত। এমন দিনে যদি বিজয় আসে তাহলে কি কিছুটা হলেও সান্ত্বনা দেবে শোকাহত জাতিকে?

পাকিস্তানের বিপক্ষে এখনো টি-টোয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার লাল সবুজ বাহিনীর সামনে ইতিহাস গড়ার সুযোগ এসেছে। টাইগারদের হাতছানি দিচ্ছে সিরিজের সোনালী ট্রফি।

বলে রাখা ভালো, ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। সে সময় টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের সঙ্গে একটি টি-টোয়েন্টিও খেলেছিল পাকিস্তান। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওই একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ।

২০১৫ সালের সেই এক ম্যাচকে সিরিজ হিসেবে গণ্য করলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে বলে ধরে নেওয়া যায়। তবে একাধিক ম্যাচের সিরিজে কখনো পাকিস্তানের কাছ থেকে ট্রফি আদায় করতে পারেনি বাংলাদেশ। সে হিসেবে এবারই রেকর্ড গড়ার দারুণ সুযোগ টাইগারদের।

বাংলাদেশ এবার রের্ক্ড গড়ার সুযোগটি লুপে নিতে পারবে কিনা, সে আলোচনাই এখন ভক্তদের মুখে মুখে। অধিকাংশের মতে, বাংলাদেশের এবার দারুণ সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের পক্ষে মত দেওয়ার পেছনে যুক্তিও আছে ঢের। বাংলাদেশ এখন দারুণ ফর্মে রয়েছে। এক টানা তিনটি টি-টোয়েন্টি জিতেছে তারা। যে কারণে লাল-সবুজবাহিনীর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। শ্রীলঙ্কায় তিন ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি জিতেছে লিটন দাসের দল। এরপর দেশে ফিরে পাকিস্তানকে প্রথম টি-টোয়েন্টি হারিয়েছে দাপটের সঙ্গে।

এছাড়া পাকিস্তান দলে অভিজ্ঞ ক্রিকেটার কম। আগ্রাসী মেজাজে খেলার দিকেই বেশি ঝোঁক তাদের, যা শেরে বাংলার উইকেটের সঙ্গে বড্ড বেমানান। যদি আজ উইকেটের সঙ্গে তাল মেলাতে কোনো ব্যর্থ হয় পাকিস্তানিরা, তাহলেই সিরিজ ঘরে উঠবে বাংলাদেশের।

এর আগে কেবল একবারই এক টানা তিনটি টি-টোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টিই জিতেছিল টাইগাররা। সে সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজটি স্বাগতিকরা জিতেছিল ৪-১ ব্যবধানে।

আজ পাকিস্তানকে হারাতে পারলে টানা চারটি টি-টোয়েন্টি জয়ের নতুন রেকর্ড করতে পারবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা আমাদের নীতি নয় : আরাগচি

ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা ইরানের উদ্দেশ্য নয় বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার মার্কিন সংবাদমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ