spot_img

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে দল বাড়াতে যাচ্ছে আইসিসি

অবশ্যই পরুন

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। যে আসরে অংশগ্রহণ করবে ২০টি দল। তবে এরপরের আসর থেকে দলসংখ্যা বাড়িয়ে ৩২ করার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

সিঙ্গাপুরে ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত হওয়া আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফোর্বস।

প্রতিবেদনে জনানো হয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩২ দলে সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৬ সদস্যের একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে আইসিসি। এই গ্রুপের নেতৃত্বে আছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ এবং ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেট পাওয়ার হাউসের প্রতিনিধিরা।

মূলত, ইতালির মতো ছোট দেশগুলোর সাফল্যের পরই নতুন করে ভাবছে আইসিসি। সম্প্রতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে ইতালি। গেল বিশ্বকাপেও সহযোগী সদস্যগুলো চমক দেখিয়েছিল।

প্রথমবারের মতো অংশ নিয়েই সুপার এইটে খেলেছিল যুক্তরাষ্ট্র। ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে ক্রিকেটের প্রসার আইসিসিকে ৩২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে অনুপ্রাণিত করছে।

উল্লেখ্য, ২০০৭ সালে ১২ দল নিয়ে যাত্রা শুরু হয় টি-২০ বিশ্বকাপের। প্রথম আসরে তুমুল জনপ্রিয়তা পায় এই ফরম্যাটের বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় গেল দেড় যুগে অনুষ্ঠিত হয়েছে ৯টি আসর।

প্রথম ৪টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১২ দল নিয়ে। পরের ৪টি টুর্নামেন্টে অংশ নেয় ১৬টি করে দল। সবশেষ আসরে প্রথমবারের মতো অংশ নেয় ২০ দল। ২০২৮ আসরে দলসংখ্যা বাড়িয়ে ৩২ করার কথা ভাবছে আইসিসি।

সর্বশেষ সংবাদ

আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ