spot_img

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, আট হাসপাতালে ভর্তি ১৭১

অবশ্যই পরুন

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রাজধানী আটটি বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭১ জন।

আজ সোমবার (২১ জুলাই) বিকেলে ফেসবুকে এক পোস্টে এসব তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ নিহত হয়েছে। আর রাজধানীর ৮টি হাসপাতালে ১৭১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোন হাসপাতালে চিকিৎসাধীন কতজন আহত ব্যক্তি

কুয়েত মৈত্রী হাসপাতালে ৮
বার্ন ইনস্টিটিউটে ৭০
ঢাকা মেডিকেলে ৩
সিএমএইচ-ঢাকায় ১৭
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ১১
উত্তরা আধুনিক হাসপাতালে ৬০
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১

উল্লেখ্য, বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এরপর এটি উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

সর্বশেষ সংবাদ

আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে ৫জি প্রযুক্তি বিস্তারে এবং তথ্য কেন্দ্র খাতে বিনিয়োগে মালয়েশিয়ান টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ