বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরের ফলপ্রসূ অগ্রগতি ও পরবর্তী কর্মপন্থা সম্পর্কে অবহিত করেন। উক্ত সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, সবুজ জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনার অগ্রগতি তুলে ধরেন তিনি।
চীনা রাষ্ট্রদূত সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বৈঠকের বিষয়বস্তুও স্মরণ করেন।
এছাড়াও, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র উপদেষ্টাকে জানান, চীনের ইয়ারলুং জাংবো নদীর জলবিদ্যুৎ প্রকল্পটি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মিত। তিনি বলেন, “চীন এই প্রকল্প থেকে কোনো পানি প্রত্যাহার করবে না বা ব্যবহার করবে না এবং এটি কোনোভাবেই ভাটির দেশসমূহকে প্রভাবিত করবে না।”