কিংস্টনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে সফরকারী অস্ট্রেলিয়া। ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় মিচেল মার্শের দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সতর্ক সূচনা করেছিলেন দুই ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। দলীয় ৩২ রানে কিং ফিরে যান ১৮ রানে। এরপর রোস্টন চেজকে সঙ্গে নিয়ে হোপ গড়েন ৯১ রানের দুর্দান্ত জুটি। ৩২ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬০ রান করে আউট হন চেজ। অধিনায়ক হোপও ফিরে যান ৩৯ বলে ৫৫ রান করে, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
শেষদিকে কেউ বড় স্কোর করতে না পারলেও নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৮৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন বেন ডরশুইস, নেন ৪টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। ১২ রানের মধ্যেই ফিরে যান ওপেনার জ্যাক ফ্রেজার। এরপর অধিনায়ক মিচেল মার্শ ২৪ রানে বিদায় নেন। তবে মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেন ক্যামেরুন গ্রিন। মাত্র ২৬ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচে প্রাণ ফেরান তিনি।
শেষদিকে এই ম্যাচে অভিষিক্ত মিচেল ওয়েন ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচকে অস্ট্রেলিয়ার পক্ষে নিয়ে আসেন। মাত্র ২৭ বলে করেন ৫০ রান। তাঁর ইনিংসে ছিল ম্যাচ জেতানো দৃঢ়তা। ফলে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে জেসন হোল্ডার, গুডাকেশ মতি ও আলজারি জোসেফ নিয়েছেন ২টি করে উইকেট। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগামী বুধবার (২৩ জুলাই) ভোর ৬ টায় মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ।