spot_img

টানা তিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক থেকে বাদ পড়লো ভারত

অবশ্যই পরুন

টানা তিনবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হিসেবে ইংল্যান্ডকেই বেছে নিয়েছে আইসিসি। ২০২৭, ২০২৯ ও ২০৩১—এই তিন আসরও অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহাসিক লর্ডস বা ওভাল মাঠে। ফলে আয়োজক হওয়ার দৌড়ে বাদ পড়লো ক্রিকেটের বড় বাজারধারক ভারত। এর আগের তিনটি ফাইনালও হয়েছিল ইংল্যান্ডে। সর্বশেষ ২০২৫ সালের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথম বৈশ্বিক শিরোপা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি ছিল হাউসফুল, চার দিনেই টিকিট বিক্রি শেষ হয়েছিল।

এর আগের দুই আসর, ২০২১ সালে সাউদ্যাম্পটনে এবং ২০২৩ সালে লন্ডনের ওভালে অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে আইসিসি জানায়, আগের সফল আয়োজনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) পরবর্তী তিন ফাইনালের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘আমরা আবারও আয়োজক হিসেবে মনোনীত হওয়ায় অত্যন্ত আনন্দিত। এটা আমাদের দেশের টেস্ট ক্রিকেটপ্রেমীদের আবেগ ও বিশ্বব্যাপী সমর্থকদের এখানে আসার আগ্রহেরই প্রমাণ।’

তিনি আরো বলেন, ‘এই ফাইনাল আয়োজন করা আমাদের জন্য এক বিশাল গর্বের বিষয় এবং আমরা আইসিসির সঙ্গে মিলে এর আগের সাফল্যগুলোর উপর ভিত্তি করে ভবিষ্যত আয়োজনগুলোকে আরো উন্নত করার লক্ষ্যে কাজ করব।’

২০২৭ সালের ফাইনাল আয়োজনের জন্য ভারত জোরালো প্রচেষ্টা চালিয়েছিল বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডকেই দায়িত্ব দিয়েছে আইসিসি।

ইংল্যান্ড দীর্ঘ সময় ধরে ফাইনাল আয়োজন করলেও, এখনো পর্যন্ত একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জায়গা করে নিতে পারেনি। সর্বশেষ চক্রে (২০২৩-২৫) তারা শেষ করেছে পঞ্চম স্থানে।

সর্বশেষ সংবাদ

চীনের জলবিদ্যুৎ প্রকল্পে ভাটির দেশগুলোর কোনো ক্ষতি হবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ