যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিখ্যাত শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোনের আদলে তৈরি একটি নতুন ড্রোন উন্মোচন করেছে। ‘লুকাস’ নামের এই ড্রোনের পুরো নাম লো-কোস্ট আনক্রেওয়েড কমব্যাক্ট অ্যাটাক সিস্টেম— অর্থাৎ কম খরচে পরিচালনাযোগ্য একটি আক্রমণাত্মক ড্রোন সিস্টেম।
বুধবার পেন্টাগনে মাল্টি-ডোমেইন স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনীতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ড্রোনটি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন ও উন্মোচন করেন। খবর মেহের নিউজের।
অ্যারিজোনা-ভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান স্পেকট্রেওয়ার্কস এই ড্রোনটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি জানায়, কঠিন পরিবেশেও অল্প লজিস্টিক সাপোর্টে কাজ করার সক্ষমতা রয়েছে লুকাসের। এটি নজরদারি, আক্রমণ ও যোগাযোগ সহায়তায় বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা যাবে।
লুকাসের প্রধান বৈশিষ্ট্য হলো এর ওপেন আর্কিটেকচার ডিজাইন। এটির মাধ্যমে বিভিন্ন ধরণের পেলোড যুক্ত করা যায়। এটি যুদ্ধক্ষেত্রে নমনীয় ও ব্যয়সাশ্রয়ী সমাধান দিতে সক্ষম হবে বলে দাবি নির্মাতা সংস্থার।
বিশ্লেষকরা বলছেন, ইরানের শাহেদ-সিরিজ ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে যেভাবে কার্যকর হয়েছে, তাতে সাশ্রয়ী ও আত্মত্যাগী ড্রোনের প্রতি বৈশ্বিক আগ্রহ বাড়ছে। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র নিজস্ব সংস্করণ তৈরি করেছে।
স্পেকট্রেওয়ার্কস জানিয়েছে, লুকাস ইতিমধ্যেই সফলভাবে পরীক্ষিত হয়েছে এবং উৎপাদনের জন্য প্রস্তুত। অদূর ভবিষ্যতেই এটি যুক্তরাষ্ট্রের ও মিত্র বাহিনীগুলোর সাথে যুক্ত হতে পারে।