spot_img

অস্থিরতার মুখে নিরাপত্তা বাহিনী মোতায়েন করলো সিরিয়া সরকার

অবশ্যই পরুন

দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সম্প্রতি সংঘটিত প্রাণঘাতী সংঘর্ষ ও সহিংসতার পর সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সিরিয়ার সরকার। আজ শনিবার (১৯ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরেদ্দিন আল-বাবা বলেন, ‘অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে ঘটে যাওয়া রক্তক্ষয়ী ঘটনার পর প্রেসিডেন্সির সরাসরি নির্দেশে নিরাপত্তা বাহিনীকে সুয়েইদায় মোতায়েন করা হয়েছে। এটি একটি জাতীয় দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও অরাজকতা বন্ধ করাই বাহিনীর প্রধান লক্ষ্য। সংঘর্ষ থামাতে এবং প্রদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৩ জুলাই সুয়েইদায় বেদুইন আরব গোষ্ঠী ও সশস্ত্র দ্রুজদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ইসরায়েল সিরিয়ার সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায়।

ইসরায়েল দাবি করে, ‘দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার’ অজুহাতে তারা হামলা চালিয়েছে।

সর্বশেষ সংবাদ

জামায়াত আমির ভালো আছেন: ডা. তাহের

জামায়াত আমির ডা. শফিকুর রহমান এখন ভালো আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার (১৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ