spot_img

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের মূল পর্ব শুরু

অবশ্যই পরুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশের’ মূল কার্যক্রম শুরু হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে উদ্যানটি। নেতাকর্মী ও সমর্থকদের ঢল সমাবেশস্থল ছাড়িয়ে আশপাশের এলাকায়ও অবস্থান নিয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দুপুর দুইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়।

এদিকে সমাবেশ মঞ্চে দলটির আমীর শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার, সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতেই এই সমাবেশ।

অন্যদিকে, সমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় আসতে থাকেন। শনিবার সকালে ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের প্রবেশ করতে দেখা যায়। কারো কারো হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীক।

সর্বশেষ সংবাদ

নতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সাহায্য করবে ফ্রান্স: ম্যাকরন

নতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সাহায্য করবে ফ্রান্স। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর এ প্রতিশ্রুতি দেন ফরাসি...

এই বিভাগের অন্যান্য সংবাদ