২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করে ইসি। হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আওতায় আইনগত ব্যবস্থা নিতে গত ২২ মে চিঠি দেয় দুদক।
এতে বলা হয়, হলফনামা যাচাইবাছাইয়ের সময় চলে যাওয়ার পর মিথ্যা তথ্যের বিষয়টি উত্থাপিত হয়। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের এখন ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।
ইসি জানায়, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনা দণ্ডবিধির ১৮১ ধারার অপরাধ করেছেন। আইন অনুযায়ী- যে ম্যাজিস্ট্রেট বা নোটারী পাবলিকের নিকট শেখ হাসিনা মিথ্যা তথ্য দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন কোনও সরকারি কর্মচারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দায়ের করতে পারেন।