spot_img

নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন

অবশ্যই পরুন

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদ ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জ থেকে নয় পুরো বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। এক বছর অতিবাহিত হলেও এই নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তারা।

দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। এটি হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। এই পদ্ধতি না চাওয়া দলগুলো দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ