spot_img

জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

অবশ্যই পরুন

ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনে আহতদের পাশাপাশি ৭০০ মানুষ অংশ নেন।

ম্যারাথনটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৫ কিলোমিটারের ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন-মানিক মিয়া এভিনিউ-খামার বাড়ি ও সংসদ ভবন এভিনিউ হয়ে ফের সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এসময় তিনি বলেন, স্বৈরাচার হটাতে জুলাই শহীদদের চেষ্টা ছিল হাল না ছাড়া ম্যারাথনের মতো।

সর্বশেষ সংবাদ

এইচএসসি ও সমমানে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন...

এই বিভাগের অন্যান্য সংবাদ