spot_img

গোপালগঞ্জের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

অবশ্যই পরুন

গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো তদন্তের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

এই কমিটির সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তার সঙ্গে আরও দুইজন অতিরিক্ত সচিব থাকবেন— একজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং আরেকজন আইন ও বিচার মন্ত্রণালয় থেকে।

এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার আবারও জোর দিয়ে বলছে যে, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা রক্ষা এবং যে কেউ বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

সর্বশেষ সংবাদ

কবে অবসর নেবেন জানিয়ে দিলেন ওতামেন্ডি

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটা একদমই ভালো যায়নি নিকোলাস ওতামেন্ডির। ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে এই আর্জেন্টাইন তারকাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ