spot_img

গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি: টেলিযোগাযোগ মন্ত্রণালয়

অবশ্যই পরুন

গোপালগঞ্জে মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, যেকোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউনের পথে না যাওয়ার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। সারাদেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত রাখতে সরকার বদ্ধপরিকর।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোনো জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে তার প্রশ্ন ওঠাই অবান্তর।

দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে স্বৈরাচার ও তাদের দোসরেরা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা অব্যাহত রাখতে ভুল তথ্য এবং অপতথ্য ছড়ানোর আগে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

পবিত্র আল-আকসায় চার্লি কার্কের স্মরণে বিশেষ প্রার্থনা

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলামের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফের অবৈধ ইসরায়েলি বসতকারীদের হামলার ঘটনা ঘটেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ