spot_img

গোলহীন মেসি, মায়ামিরও জয় নেই

অবশ্যই পরুন

গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড—মেজর লিগ সকারে যেন আবারও দুর্দান্ত মেসিময় সময় ফিরিয়ে এনেছিলেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে গড়েছিলেন নতুন ইতিহাস, ফিরিয়ে এনেছিলেন ২০১২ সালের সেই ভয়ংকর ফর্মের ছায়া। তবে প্রতিটি দুরন্ত যাত্রারই একটি থামার গল্প থাকে। এবার সেই থামা নামল সিনসিনাটির বিপক্ষে। মেসির গোলহীন দিনে ৩-০ গোলে হেরে গেল ইন্টার মায়ামি, শেষ হলো তাদের পাঁচ ম্যাচের অপরাজিত অভিযাত্রা।

মেসির নিশ্চুপ থাকার দিনে আবারও জ্বলে উঠেছেন সিনসিনাটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার। মায়ামির বিপক্ষে করেছেন জোড়া গোল। এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচে গোল করেছেন ইভান্দার। তাঁর দুটো গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৫০ ও ৭০ মিনিটে। তাতে লিগে তাঁর গোল এখন ১৫টি। তবে মায়ামির জালে প্রথম বল জড়িয়েছেন জেরার্ডো ভ্যালেনজুয়েলা। ম্যাচের ১৬ মিনিটে গোল করেন এই মিডফিল্ডার।

মায়ামির জন্য এই ম্যাচটি ছিল ভুলে যাওয়ার মতো। পুরো ম্যাচেই দলটি মাত্র দুটি শট গোলপোস্টে রাখতে পেরেছে। মেসির মায়ামির আক্রমণের সুযোগই গুঁড়িয়ে দেয় সিনসিনাটির শক্তিশালী রক্ষণভাগ। প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। তার প্রথম শটটি ব্লক করেন সিনসিনাটি ডিফেন্ডার লুকাস এঙ্গেল, আর দ্বিতীয় শটটি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রোমান চেলেনতানো।

এভাবে মুখ থুবড়ে পড়াতে উদ্বিগ্ন হাভিয়ের মাচেরানো। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচের যে ফল এসেছে এবং আমরা যেভাবে হেরেছি তাতে আমরা উদ্বিগ্ন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তারা আমাদের সবসময় চাপে রেখেছিল। আমাদের খুব সহজেই তারা হারিয়েছে।’

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ