spot_img

গাড়ি চালাতে নিষেধাজ্ঞা পেলেন এমা ওয়াটসন

অবশ্যই পরুন

‘হ্যারি পটার’ সিনেমার হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে বিশ্বজোড়া জনপ্রিয়তা পাওয়া ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন ছয় মাসের জন্য যুক্তরাজ্যে গাড়ি চালাতে পারবেন না। গত বছর দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির একটি আদালত।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে একটি এলাকায় ৩০ মাইল বেগসীমা অতিক্রম করে ৩৮ মাইল গতিতে গাড়ি চালান ৩৫ বছর বয়সী এই তারকা। এ ঘটনার প্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) হাই উইকোম ম্যাজিস্ট্রেট আদালত তাকে মোট ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা এবং ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা প্রদান করে।

শুনানিতে এমা নিজে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী মার্ক হ্যাসলাম আদালতকে জানান, তিনি বর্তমানে একজন শিক্ষার্থী এবং জরিমানার অর্থ পরিশোধে সক্ষম। আদালতের তথ্য অনুযায়ী, ঘটনার সময় এমার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন করে আরও ৩টি পয়েন্ট যুক্ত হওয়ায়, যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, তা স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞায় রূপ নেয়।

এটি এমা ওয়াটসনের গত দুই বছরে চতুর্থবারের মতো ট্রাফিক আইন লঙ্ঘন। এর আগে ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০২৪ সালের জানুয়ারিতে তিনি আরও তিনটি গতিসীমা লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন।

প্রসঙ্গত ‘হ্যারি পটার’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এমা ওয়াটসন পরবর্তী সময়ে “বিউটি অ্যান্ড দ্য বিস্ট” এবং “লিটল উইমেন” সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। পাশাপাশি তিনি নারী অধিকার, শিক্ষাক্ষেত্র ও সামাজিক কার্যক্রম–এর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এই দুই প্রাক্তন হগওয়ার্টস তারকার একই দিনে ট্রাফিক আইন ভাঙার জন্য শাস্তির রায় পাওয়া যেন এক অদ্ভুত মিলের সৃষ্টি করেছে, যা আবারো তাদেরকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে—এবার অবশ্য রূপালি পর্দার বাইরে, যুক্তরাজ্যের সড়ক থেকে দূরে।

সর্বশেষ সংবাদ

শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’...

এই বিভাগের অন্যান্য সংবাদ