spot_img

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সুখবর দিলো ফিফা

অবশ্যই পরুন

২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে বাড়তে শুরু করেছে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ। এই আসরে মাঠে বসে খেলা দেখার স্বপ্ন যাদের, তাদের জন্য বড় খবর দিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন কার্যক্রম।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপ। মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিপুল চাহিদা সামলাতে টিকিট দেওয়া হবে ধাপে ধাপে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছর ১১ জুন, মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে। এদিকে সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন—টিকিটের দাম কেমন হবে? তা নিয়ে এখনো বিস্তারিত জানায়নি ফিফা। তবে ধারণা করা হচ্ছে, আগের মতোই থাকছে ‘ডায়নামিক প্রাইসিং’ অর্থাৎ চাহিদা ও সময় অনুযায়ী টিকিটের দাম উঠানামা করবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আসরকে ‘ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা ক্রীড়া আয়োজন’ বলে মন্তব্য করেছেন। তার ভাষায়,‘আমরা পুরো দুনিয়ার ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছি। এগুলো হবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন।’

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। বাড়ছে ম্যাচসংখ্যা, দর্শকসংখ্যা, উত্তেজনা—সবকিছু। তাই মাঠে বসে বিশ্বকাপ দেখার স্বপ্ন যাদের, তাদের জন্য এখনই প্রস্তুতির সময়। টিকিটের জন্য আবেদন শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে উড়িয়ে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শেষ ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ