spot_img

নিজের জার্সি উপহার দিতে, ভক্তের খোঁজ চেয়ে মেসির বার্তা

অবশ্যই পরুন

লিওনেল মেসির স্মৃতিমাখা জার্সি কিংবা প্রিয় খেলোয়াড়ের অটোগ্রাফ বা তার সঙ্গে একটা ছবি তুলতে মুখিয়ে থাকেন ভক্ত-সমর্থকরা। প্রিয় খেলোয়াড়ের একটা জার্সি পেতে কতকিছুই না করেন তারা।

এবার নিজের (মেসির) জার্সি উপহার দিতে এক ভক্তের ঠিকানা চাইলেন মেসি। সবাইকে অবাক করে এক ভক্ত-অনুসারীকে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভক্ত-অনুসারীর সঙ্গে মেসির সেই কথোপকথনের স্ক্রিনশট।

সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, মেসি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সেই ভক্তকে জার্সি উপহার দিতে তার ঠিকানা চাইছেন।

মেসি সেই ভক্তকে পাঠানো বার্তায় লিখেছেন, ‘হাই ভাই, আমি তোমার সেই পোস্টটা দেখেছি যেখানে তুমি জাতীয় দলের জার্সি নিয়ে গিভঅ্যাওয়ে করছিলে। তুমি যা লিখেছো, সেটা আমার খুব ভালো লেগেছে। তাই আমি চাই তোমাকে আমার সই করা একটি জার্সি উপহার হিসেবে পাঠাতে। তুমি তোমার বিস্তারিত তথ্য আর তোমার সেলুনের ঠিকানাটা আমাকে দাও, যাতে আমি সেটা পাঠাতে পারি।’

মেসির বার্তা ভক্ত লিখেছেন, ‘উফ্‌ফ্‌ফ্‌ লিওওও, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে লিখেছো! আমি খুবই আবেগাপ্লুত! অনেক ধন্যবাদ! অবশ্যই, আমি তোমার জার্সি চাই। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা আমার সেলুনের ঠিকানা, ওখানেই পাঠাও। আমরা তোমাকে ভালোবাসি লিও।’

1

তবে, মেসি সেই ভক্তকে তার জার্সি পাঠিয়েছেন কি–না, তা জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী...

এই বিভাগের অন্যান্য সংবাদ