spot_img

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা প্রতীক

অবশ্যই পরুন

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। পাশাপাশি দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক এ বিষয়ে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে সংঘর্ষে তিনজন নিহতের খবর

গোলাপগঞ্জে দিনভর সংঘর্ষের ঘটনা তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল সূত্র নিহতদের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ