রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন রুত্তে। সেখানে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি রাশিয়া ৫০ দিনের মধ্যে শান্তি আলোচনায় না আসে, তাহলে যুক্তরাষ্ট্র ভারতের মতো দেশগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।’
রুটে আরও বলেন, ‘এই নিষেধাজ্ঞার প্রভাব চীন, ভারত ও ব্রাজিলের ওপর খুবই কঠিনভাবে পড়বে। আমি অনুরোধ করব, ওই দেশগুলোর নেতারা যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে বলেন, এখনই শান্তি আলোচনায় বসতে হবে। নাহলে এর পরিণাম তাদের নিজেদের ওপরই ফিরবে।’
এ সময় রুত্তে জানান, ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে অস্ত্র সরবরাহ করবে, যার খরচ বহন করবে ইউরোপীয় দেশগুলো। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ।
যুক্তরাষ্ট্রের সেনেটর জিন শাহিন জানান, রাশিয়াকে ৫০ দিনের সময় দেওয়া নিয়ে তার আপত্তি রয়েছে। তিনি বলেন, ‘প্রতিদিন রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারলে, আরও ইউক্রেনীয় নিহত হবে। তাই দ্রুত পদক্ষেপ জরুরি।’
সেনেটর থম টিলিসও ৫০ দিনের সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, ‘পুতিন এই সময়টাকে যুদ্ধ জয়ের সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে বা আলোচনার আগেই আরও ভূমি দখল করে রাখতে পারে।’
এদিকে মার্কিন সিনেটের গ্রাহাম-ব্লুমেনথাল বিল অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস, ইউরেনিয়ামসহ অন্যান্য পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন যেন শান্তি আলোচনায় সবচেয়ে শক্ত অবস্থানে যেতে পারে, সেজন্য প্রয়োজনীয় আর্থিক ও সামরিক সহায়তা অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।