spot_img

মা হলেন অভিনেত্রী কিয়ারা আদভানি

অবশ্যই পরুন

বিয়ের দু’বছরের মাথায় সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সন্তানের মা-বাবা হয়েছেন তারা। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

এর আগে গত শনিবার শেষবার চিকিৎসকের কাছে গিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখানে তাদের ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দিয়েছিলেন পাপারাজ্জিরা। তবে বরাবরই সাবধনতার সঙ্গে হাসপাতালে প্রবেশ করেন সিদ্ধার্থ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। আর চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানান। তারপর থেকেই তাদের প্রথম সন্তান জন্মের খবরের অপেক্ষায় ছিলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এ অবস্থায় মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত সুখবর আসে।

জানা গেছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। বর্তমানে মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

প্রসঙ্গত, বিয়ের পরও নিয়মিত কাজে দেখা গেছে সিদ্ধার্থ-কিয়ারাকে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে বিরতি নেন তারা। মাতৃত্বের এই অধ্যায় অবশ্য উপভোগ করেছেন কিয়ারা। এবার দুই থেকে তিন হলেন। এ খবর প্রকাশ্যে আসতেই এখন সবার শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ