spot_img

বাংলাদেশের সঙ্গে সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে যা বললেন জয়সুরিয়া

অবশ্যই পরুন

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আজ বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-১ সমতা এনেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এখন প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে।

তবে এই সিরিজ জয়ের লড়াই সহজ হবে না। একদিকে ইতিহাস গড়ার হাতছানি, অন্যদিকে লঙ্কানদের সামনে ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর চাপ। টেস্ট সিরিজে ১-০ এবং ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর টি-টোয়েন্টিই বাংলাদেশের শেষ সুযোগ কোনো এক ফরম্যাটে জয় ছিনিয়ে নেওয়ার। ওয়ানডেতেও শেষ ম্যাচের আগে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল টাইগাররা, কিন্তু শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে যেতে হয়। এবার সেই গল্প বদলাতে চায় বাংলাদেশ।

প্রথম দুই টি-টোয়েন্টিতে ব্যাটিং সহায়ক উইকেট পেয়েছে দুই দল। এবারও একই ধরনের উইকেট প্রত্যাশা করছেন শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘মাত্রই উইকেট দেখলাম। আমরা পুরো সিরিজজুড়ে ভালো ব্যাটিং ট্র্যাক চেয়েছি—টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাটেই। আশা করছি এখানেও ফ্ল্যাট ও ব্যাটিং সহায়ক উইকেট থাকবে। তবে চূড়ান্তভাবে জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচের দিন পর্যন্ত।’

শেষ ম্যাচকে ঘিরে বাড়তি চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে জয়সুরিয়া জানান,‘এটা চাপ নয়। বরং ভালো ক্রিকেট খেলাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি, টি-টোয়েন্টিতেও ভালো খেলেছি। এখন শেষ ম্যাচ, সিরিজ ১-১। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার মানুষ চায় আমরা ভালো খেলি। খেলোয়াড়েরাও চায় নিজেদের সেরাটা দিতে। আমরা সেই চেষ্টাই করব।’

সর্বশেষ সংবাদ

দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী...

এই বিভাগের অন্যান্য সংবাদ