spot_img

নতুন রাজনৈতিক দল আনলেন ইমরান খানের সাবেক স্ত্রী

অবশ্যই পরুন

পাকিস্তানের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। তিনি পেশায় একজন সংবাদ কর্মী।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার নিজস্ব রাজনৈতিক দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন। খবর এনডিটিভি।

রেহাম খান বলেছেন, আমি আগে কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। একবার একজনের জন্য একটি দলে যোগ দিয়েছিলাম। কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি।

তিনি জানান, তার দল সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করবে। এটি শুধু একটি দল নয়, একটি আন্দোলন, যা রাজনীতিকে জনগণের সেবায় রূপান্তরিত করতে চায়।

পাকিস্তানের চলমান সমস্যার দিকে ইঙ্গিত রেহাম বলেন, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার অভাব রয়েছে। এটা আর মেনে নেওয়া যায় না।

সূত্র: জিও টিভি

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে উড়িয়ে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শেষ ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ