spot_img

আগামী তিন বছরে বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার করে দেবে বিশ্বব্যাংক

অবশ্যই পরুন

বিশ্বব্যাংক আগামী তিন বছরে বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গৃহীত অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রশংসা করেছেন।

সোমবার (১৪ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জোহানেস জুট। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে।

সাক্ষাৎকালে জোহানেস জুট বলেন, বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের একটি দেশ। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। এ দেশকে ভালোবাসি। তিনি অধ্যাপক ইউনূসকে উদ্দেশ করে বলেন, আপনি এবং আপনার দল চমৎকার কাজ করছেন। অর্থনৈতিক খাতের জটিল সব চ্যালেঞ্জ যেভাবে আপনি মোকাবিলা করছেন, তা প্রশংসার যোগ্য।

বাংলাদেশের চলমান পরিবর্তন ও ভবিষ্যত উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জুট বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা পাশে থাকব। এই যাত্রা একসঙ্গে চলবে।

এ সময় গত বছরের ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থান ছিল একটি আবেগঘন মুহূর্ত, যা বাংলাদেশের সঙ্গে সংযুক্ত সকলকে নাড়া দিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, আমরা যখন দায়িত্ব নিই, তখন দেশ এক ধরনের দুর্যোগ-পরবর্তী অবস্থায় ছিল। কোনও অভিজ্ঞতা ছাড়াই আমরা দায়িত্ব নিই। কিন্তু তখন উন্নয়ন সহযোগীরা পাশে দাঁড়ায়, যেটা আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।

জুলাই অভ্যুত্থানে তরুণদের বিশেষ করে মেয়েদের সাহসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তরুণ প্রজন্ম এ জাতিকে নতুন স্বপ্ন দেখিয়েছে। তারা ইতিহাস সৃষ্টি করেছে। আজ আমরা ‘জুলাই নারী দিবস’ পালন করছি—তাদের আত্মত্যাগ স্মরণে। তাদের স্বপ্ন ও সাহসই আমাদের এগিয়ে নেবে।

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশকে কেবল ভৌগোলিক সীমারেখা হিসেবে না দেখে বৃহত্তর অর্থনীতির অংশ হিসেবে দেখতে হবে। আমাদের সমুদ্র রয়েছে, যা অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন সক্ষমতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, অনেক দেশে তরুণ জনসংখ্যা কমে যাচ্ছে। তাই আমরা বিভিন্ন দেশকে বলেছি, তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে। আমরা শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা করব।

নারী ও তরুণদের ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের অবদানের প্রশংসা করে ইয়োহানেস জুট বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের মেয়েদের জন্য চালু হওয়া শিক্ষাবৃত্তি কর্মসূচি আজ বিশ্বের অনেক দেশ অনুসরণ করছে। আমরা যুবসমাজের জন্য আরও সুযোগ তৈরিতে সহায়তা করব।

তিনি জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও এই সহায়তা অব্যাহত থাকবে।

সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি জানান, নতুন ব্যবস্থাপনায় চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের কার্যক্রমে গতি এসেছে। পাশাপাশি ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে (এফডিআই) বড় প্রবৃদ্ধি দেখা গেছে। এ প্রবৃদ্ধি মূলত ইন্ট্রা-কম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগের কারণে হয়েছে।

সর্বশেষ সংবাদ

দ্বিকক্ষ সংসদ নিয়ে ঐক্যমত্য আসেনি, কমিশন সবার মতামত নিয়ে সিদ্ধান্ত জানাবে: সালাহউদ্দিন

বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে ফের স্পষ্ট করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ