spot_img

প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণার ইচ্ছা নেই সরকারের: প্রেস উইং

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। আজ মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হাইকোর্টের একটি রুলে জানতে চাওয়া হয়েছে, কেন অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা উচিত নয়। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে রুলের জবাব দেবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ ছাড়াও বলা হয়, রিটকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন, তবে কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। গতকাল এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

একইসঙ্গে, আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনে নিহত শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না কেন—তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সর্বশেষ সংবাদ

৪ হাজার এএসআই নিয়োগে প্রজ্ঞাপন জারি

পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) পদে ৪ হাজার সদস্য নিয়োগ করবে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ