spot_img

‘৩০–এর নিচে অলআউট হওয়া খুব লজ্জার’

অবশ্যই পরুন

রোস্টন চেজের মুখে আর কিছুই ছিল না বলার মতো। কিংস্টনে টেস্ট ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ—মাত্র ২৭ রানে গুটিয়ে গেছে পুরো দল! যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এমন ভরাডুবির ম্যাচে দলের সাতজন ব্যাটার শূন্য রানে ফিরেছেন, যার মধ্যে চেজ নিজেও রয়েছেন। ম্যাচ শেষে চেজ বললেন, এমন আত্মসমর্পণ ‘হৃদয়বিদারক’ এবং ‘লজ্জাজনক’। সিরিজে আগের দুটি ম্যাচের মতো এবারও চতুর্থ ইনিংসে ধস, তবে এবার তা যেন ইতিহাসেরও নিচে!

ম্যাচ শেষে কণ্ঠে হতাশা ঝরিয়ে চেজ বলেন, ‘এটা খুব হতাশাজনক। আমরা বারবার এমন অবস্থায় যাচ্ছি, যেখানে ম্যাচ জেতার সুযোগ থাকে। কিন্তু ব্যাটিংয়ে শেষ ইনিংসে যেন হাল ছেড়ে দিচ্ছি, লড়াই করতে পারছি না। এটা খুবই হৃদয়বিদারক। কারণ, আমার মনে হয় আমরা তিনটি টেস্টেই একই কাজ করেছি। এবং আমাদের ভুলগুলো থেকে আমরা কিছুই শিখছি না। এদিকে আমাদের নজর দিতে হবে।’

চেজ এমন অসহায় আত্মসমর্পণের পেছনে উইকেটের ভূমিকাও দেখছেন, ‘৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক। তবে আমি মনে করি উইকেট খুব কঠিন ছিল। আমি বলব না যে পুরোপুরি বোলারদের পক্ষে ছিল, কিন্তু ব্যাটিং করা সত্যিই কঠিন ছিল। এটা সম্ভবত আমার খেলা প্রথম সিরিজ, যেখানে দুই দলের কেউই সেঞ্চুরি করতে পারেনি।’

২০৪ রানের লক্ষ্য পেয়ে জয়ের আশাই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এত কঠিন পরীক্ষা দ্বিতীয় ইনিংসে তাদের জন্য অপেক্ষা করছে সেটা তখন ভাবতে পারেননি চেজ, ‘আমি মনে করেছিলাম লক্ষ্যটা বাস্তবসম্মত। ভেবেছিলাম উইকেট তখনো ভালো ছিল, ব্যাটিং করার জন্য উপযুক্ত। আগের দুই ম্যাচের মতো এমন না যে বল নিচু হয়ে আসছিল বা অসম বাউন্স ছিল। তাই আমাদের মনে হয়েছিল ২০৪ রান অবশ্যই তাড়া করা সম্ভব। কিন্তু শুরুতেই যদি স্কোর হয় ১১ রানে ৬ উইকেট, তাহলে সেখান থেকে রান তোলা খুবই কঠিন হয়ে যায়।’ এই হারে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই সমালোচিত দলের লড়াই। চট্টগ্রাম রয়্যালস, যাদের ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরুর একদিন আগে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ