spot_img

চার বছরের চুক্তিতে বার্সেলোনায় সুইডিশ রুনি

অবশ্যই পরুন

১৯ বছর বয়সি উইঙ্গার রুনি বার্দগিকে দলে নিয়েছে বার্সেলোনা। তবে সুইডিশ বয়সভিত্তিক দলের এই ফুটবলারকে নিতে কত টাকা ট্রান্সফার ফি দিয়েছে, তা জানায়নি কাতালান ক্লাবটি।

কুয়েতে জন্ম নেয়া এই সুইডিশ ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে বার্সা। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলের সঙ্গে থাকবেন এই উইঙ্গার।

এরআগে, ২০২০ সালে কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে যোগ দেয়ার দুই বছরের মধ্যেই ক্লাবটির মূল দলে জায়গা করে নেন বার্দগি। কোপেনহেগেনের হয়ে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ জিতেছেন তিনি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৫টি এবং অ্যাসিস্ট করেছেন একটি।

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত?

ফিফা তাদের বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এদিকে, বাংলাদেশ তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ