spot_img

১৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন স্টার্ক

অবশ্যই পরুন

মাত্র ১৫ বলেই ৫ উইকেট, টেস্ট ক্রিকেটের দেড় শতকের ইতিহাসে এত কম বলে ‘ফাইফার’ নেওয়ার রেকর্ড গড়েননি আর কেউ। সোমবার (১৪ জুলাই) কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক গড়লেন সেই অনন্য কীর্তি।

২০৪ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ১১ রানের মধ্যেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। একাই ৫ উইকেট নিয়ে ধস নামান বাঁহাতি স্টার্ক। নতুন বল হাতে ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন জন ক্যাম্বেলকে। পঞ্চম ও ষষ্ঠ বলে ফেরান অ্যান্ডারসন ও কিংকে। এক ওভারেই তিন উইকেট।

পরের ওভারে উইকেট না পেলেও, তৃতীয় ওভারে ফের তাণ্ডব চালান এই পেসার। প্রথম বলেই এলবিডব্লিউ করেন মিকাইল লুইসকে। এই উইকেটের মধ্য দিয়ে স্টার্ক টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়েন। অস্ট্রেলিয়ার হয়ে এর আগে কেবল পা রেখেছেন কেবল শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও নাথান লায়ন (৫৬২)।

তৃতীয় ওভারের তৃতীয় বলেই স্টার্ক পূর্ণ করেন ফাইফার। তার ১৪৪ কিমির বলে এলবিডব্লিউ হন শেই হোপ। এত কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এর আগে টেস্ট ক্রিকেটে কেউ গড়েননি।

গোলাপি বল হাতে শততম টেস্ট খেলতে নামা স্টার্ক গড়লেন ইতিহাস। তার শিকারদের মধ্যে ৩ জন এলবিডব্লিউ, ১ জন বোল্ড ও ১ জন কট বিহাইন্ড। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১২১ রানে। কিন্তু সেই হতাশা মুছে দিলেন স্টার্ক। পেসারদের দাপটের সিরিজে শেষটা রাঙালেন নিজ হাতে।

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ ‍উইকেট
মিচেল স্টার্ক – ১৫ বল (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ,২০২৫)
আর্নি টোশ্যাক – ১৯ বল (প্রতিপক্ষ ভারত,১৯৪৭)
স্টুয়ার্ট ব্রড – ১৯ বল (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া,২০১৫)
স্কট বোল‌্যান্ড – ১৯ বল (প্রতিপক্ষ ইংল‌্যান্ড,২০২১)
শেন ওয়াটসন – ২১ বল (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা,২০১১)

সর্বশেষ সংবাদ

৪৫ তলার সমান উঁচু থেকে জাম্প দিলেন জাকির নায়েক (ভিডিও)

৪৩০ ফুট উঁচু বা ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির...

এই বিভাগের অন্যান্য সংবাদ