গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়কে ‘ভয়াবহ ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন পপ গায়িকা অলিভিয়া রদ্রিগো। গত শনিবার ইনস্টাগ্রামে একটি স্টোরিতে তিনি গাজার নিপীড়িত মানুষের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘ফিলিস্তিনে নিরপরাধ মানুষের যন্ত্রণা দেখে আমি মর্মাহত। মা, বাবা ও শিশুরা অনাহারে ভুগছে, পানি পাচ্ছে না এবং মৌলিক চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।’
রদ্রিগো আরও বলেন, ‘ইসরায়েল, ফিলিস্তিন বা বিশ্বের কোথাও কোনো শিশুই এমন দুর্ভোগের শিকার হওয়ার কথা নয়। আমরা যা দেখছি, তা ভয়াবহ ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদের প্রতি আমরা যদি নিরুত্তর থাকি, তবে তা আমাদের যৌথ মানবতার প্রতিই অবজ্ঞা।’
এই পপ তারকা জানান, তিনি ইতোমধ্যেই ইউনিসেফে দান করেছেন এবং যারা সক্ষম, তাদেরও সহায়তার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যেখানে ইতোমধ্যে ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একনাগাড়ে বোমাবর্ষণে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে; খাদ্য সংকট, পানির অভাব ও রোগ ছড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি