spot_img

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান: রিজভী

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান, তার নেতৃত্ব, তার কৃতিত্ব এবং জুলাই-আগস্ট আন্দোলনে তার যে ভূমিকা, সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং এখানকার নব্য আধিপত্যবাদী শক্তির দালালেরা গভীর চক্রান্তে মেতে উঠেছে।’

সোমবার (১৪ জুলাই) রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তাদের পাতানো কোনো চক্রান্তে আমাদের কেউ পা দেবে না। আমরা এই দেশকে শান্তিপূর্ণ, স্বস্তিমূলক দেখতে চাই। শেখ হাসিনার মতো একটি দানবের পতনের পর এই দেশে যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেটিকে প্রলম্বিত করেছেন দেশনেত্রী খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান। তাদের নির্দেশে আমরা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করে অপপ্রচারের গণতান্ত্রিকভাবে জবাব দেব।’

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ