spot_img

আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন রাজা সিনার

অবশ্যই পরুন

কার্লোস আলকারাজের বিরুদ্ধে শেষ পাঁচটি লড়াইয়ে হারের ধারা ভেঙে উইম্বলডন পুরুষ এককের শিরোপা জিতেছেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। রোববার (১৩ জুলাই) এক শ্বাসরুদ্ধকর ফাইনালে দ্বিতীয় বাছাই আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন শিরোপা ঘরে তোলেন সিনার।

সময়ের দুই সেরা তারকার এই ফাইনাল লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন সিনার। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি সেটই ৬-৪ গেমে জিতে নেন তিনি, যা তাকে এনে দেয় ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। অন্যদিকে, সিনারের কাছে হেরে টানা তৃতীয় উইম্বলডন জয়ের সুযোগ হারালেন আলকারাজ।

এই জয়ের মাধ্যমে ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের কাছে হারের প্রতিশোধ নিলেন সিনার। একইসঙ্গে অল ইংল্যান্ড ক্লাবে আলকারাজের টানা ২০ জয়ের যাত্রার অবসান ঘটলো। উইম্বলডনসহ সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্লামের শিরোপা ভাগাভাগি করলেন আলকারাজ ও সিনার।

শিরোপা জয়ের পর সিনার তার প্রতিদ্বন্দ্বী আলকারাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, “খেলোয়াড় হিসেবে তুমি যেমন সেজন্য ধন্যবাদ। তোমার সঙ্গে খেলা অনেক কঠিন। তবে কোর্টের বাইরেও আমাদের খুব ভালো সম্পর্ক…তুমি এই ট্রফি অনেকবার উঁচিয়ে ধরবে।”

সর্বশেষ সংবাদ

মব সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে, কারণ তারা সরব...

এই বিভাগের অন্যান্য সংবাদ