spot_img

আল্লাহর প্রিয় বান্দাদের ১২ গুণ

অবশ্যই পরুন

আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় মুমিনদের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। তার মধ্যে সুরা ফুরকানে মুমিনদের এমন বিশেষ ১২টি গুণের কথা উল্লেখ করেছেন যেগুলো আল্লাহর কাছে প্রিয়। এসব গুণে গুণবান মুমিনও আল্লাহর প্রিয়। কোরআনের ভাষায় তাঁদের বলা হয় ইবাদুর রহমান তথা দয়াময় আল্লাহর বান্দা। আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ গুণগুলো হলো—

১. চলাফেরায় বিনয়ী হওয়া: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যাঁরা জমিনে নম্রভাবে চলাফেরা করে।’ (সুরা ফুরকান, আয়াত: ৬৩)
নম্রতার গুণ মানুষকে সুন্দর করে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘নম্রতা বস্তুকে সুন্দর করে আর অনম্রতা করে কলঙ্কিত।’ (আত তারগীব ওয়াত তারহীব, হাদিস : ৪০৮২)

২. অজ্ঞদের সঙ্গে তর্কে না জড়ানো: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘অজ্ঞলোক যখন তাদের লক্ষ্য করে (অজ্ঞতাসুলভ) কথা বলে, তখন তারা শান্তিপূর্ণ কথা বলে।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৩)
মূর্খরা যখন বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে তর্কে জড়াতে চায়, বাকবিতণ্ডা করতে চায়, তারা শান্তিপূর্ণ কথা বলে এড়িয়ে যায়।

৩. তাহাজ্জুদের নামাজ আদায় করা: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যারা রাত যাপন করে তাঁদের পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দণ্ডায়মান অবস্থায়।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৪)

৪. জাহান্নামের আজাব থেকে বাঁচার দোয়া করা: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যারা বলে, হে আমাদের রব, জাহান্নামের আজাব আমাদের থেকে দূরে রাখুন।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৫)

৫. অপব্যয় ও কৃপণতা না করা: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তারা আছে এতদুভয়ের মাঝে মধ্যম পন্থায়।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৭)

৬. শিরক থেকে বেঁচে থাকা: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর সঙ্গে অন্য উপাস্যের ইবাদত করে না।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৮)

৭. অন্যায়ভাবে কাউকে হত্যা না করা: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন, তাকে অন্যায়ভাবে হত্যা করে না।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৮)

৮. ব্যভিচারে লিপ্ত না হওয়া: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘তারা ব্যভিচারে লিপ্ত হয় না।’ (সুরা ফুরকান, আয়াত : ৬৮)
আল্লাহর প্রিয় বান্দারা ব্যভিচার ও অশ্লীল কার্যকলাপে জড়িত হয় না। এমনকি তারা ব্যভিচারের নিকটবর্তীও হয় না।

৯. মিথ্যা সাক্ষ্য না দেওয়া: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যারা মিথ্যা সাক্ষ্য দেয় না।’ (সুরা ফুরকান, আয়াত : ৭২)
আল্লাহর প্রিয় বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না, কারণ এতে অন্যের ন্যায়সঙ্গত অধিকার খর্ব হয়। অন্যদিকে অন্যায়কে সাহায্য করা হয়।

১০. অনর্থক কাজ পরিহার করা: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যখন কোনো অনর্থক কার্যকলাপের নিকট দিয়ে যায়, তখন আত্মসম্মান বাঁচিয়ে যায়।’ (সুরা ফুরকান, আয়াত : ৭২)
অনর্থক কাজ থেকে বেঁচে থাকা ইসলামের সৌন্দর্য। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।’ (জামে তিরমিজি, হাদিস : ২৩১৮)

১১. কোরআনের উপদেশ গ্রহণ করা: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যারা তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দিলে এর প্রতি অন্ধ এবং বধিরসদৃশ আচরণ করে না।’ (সুরা ফুরকান, আয়াত : ৭৩)

১২. সন্তান ও স্ত্রী অনুগত হওয়ার দোয়া করা: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যারা এই বলে দোয়া করে যে হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে দান করুন নয়নপ্রীতি এবং আমাদের মুত্তাকীদের নেতা বানান।’ (সুরা ফুরকান, আয়াত : ৭৪)

এই গুণগুলো যারা অর্জন করবে তাদের আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেন, ‘এরাই তারা, যাদের তাদের ধৈর্যের প্রতিদানস্বরূপ জান্নাতের সুউচ্চ প্রাসাদ দেওয়া হবে এবং সেখানে শুভেচ্ছা ও সালামের সঙ্গে তাদের অভ্যর্থনা করা হবে।’ (সুরা ফুরকান, আয়াত : ৭৫)

আল্লাহ তাআলা আমাদের এসব গুণে গুণান্বিত হওয়ার তাওফিক দান করুন, আমিন।

লেখক: খতিব, কাঠগড়া কেন্দ্রীয় জামে মসজিদ
কাঠগড়া, আশুলিয়া, ঢাকা।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা হবে, যৌক্তিক শুল্ক নির্ধারণের আশা বাণিজ্য উপদেষ্টার

শুল্ক ইস্যুতে সামনের সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ