spot_img

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

অবশ্যই পরুন

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ধারবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। অবশেষে সেই বৃত্ত থেকে বেরিয়ে আসলেন লিটন দাস-শামীম হোসেনরা। তাতে ১৭৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও লঙ্কানদের চেপে ধরে টাইগাররা। তাতে একশর আগেই অলআউট লঙ্কানরা। ৮৩ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

রোববার (১৩ জুলাই) ডাম্বুলার রংগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা।

রান তাড়ায় শুরুতে রান আউটের ধাক্কার পর শরিফুল জোড়া ধাক্কা দেন লঙ্কান শিবিরে। কুশল মেন্ডিস (৮) শামিমের থ্রোয়ে রানআউটে কাটা পড়েন। এরপর কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দোকে (২) দ্রুত বিদায় করেন শরিফুল। এরপর অধিনায়ক চারিথা আশালাঙ্কাকে (৫) ফেরান সাইফউদ্দিন।

এরপর ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। দাশুন শানাকা ২০ রান করে ফিরেছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান। তবে ১৩ ইনিংস পর এই সংস্করণে ফিফটি পাওয়া লিটন ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন।

লোয়ার অর্ডারে শামীম পাটোয়ারি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে।

সর্বশেষ সংবাদ

সমালোচনার কেন্দ্রবিন্দুতে কাজল, চটেছেন নেটিজেনরা

বলিউড অভিনেত্রী কাজল ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিন্দিতে কথা বলার...

এই বিভাগের অন্যান্য সংবাদ