spot_img

ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো পাকিস্তান

অবশ্যই পরুন

ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য ইসলামাবাদের ওপর কোনো ধরনের চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ।

টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক প্রবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানে স্পষ্টভাবে তিনি বলেন, ‘ইসরায়েলকে স্বীকৃতির জন্য পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন এবং কেবল জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ খবর সামা টিভির।

রাষ্ট্রদূত আরও বলেন, ইসরায়েল নিয়ে পাকিস্তানের অবস্থান আজও অপরিবর্তিত। দেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারকে সমর্থন করেছিলেন এবং ইসরায়েলের দখলদারির বিরোধিতা করেছিলেন। বর্তমান নীতিও সেই পথ অনুসরণ করছে।

তবে পাকিস্তান পরিষ্কারভাবে বলেছে, ফিলিস্তিন সমস্যার সঠিক ও ন্যায়সঙ্গত সমাধান না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না।

রাষ্ট্রদূত রিজওয়ান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করছি। এখন দুই দেশের মধ্যে নানা খাতে সহযোগিতা বাড়ছে।’

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, পাকিস্তানে নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ খাতে অতিরিক্ত সরবরাহের কারণে ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল প্রযুক্তি খাতে সম্ভাবনা অনেক।

তিনি বলেন, ‘পাকিস্তানে বিদ্যুৎসহ যে সম্পদ আছে, তা ব্যবহার করে প্রযুক্তি খাতে বড় ধরনের অগ্রগতি সম্ভব।’

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে চলতে চায়, তবে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে কখনোই আপস করবে না।

অনুষ্ঠানের আগে রাষ্ট্রদূত প্রবাসী পাকিস্তানি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

ক্লাব বিশ্বকাপের মতো ঝামেলা ফুটবল বিশ্বকাপে হবে না: ফিফা প্রেসিডেন্ট

এক বছরও বাকি নেই ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে। তার আগে ক্লাব বিশ্বকাপ আয়োজনটা যুক্তরাষ্ট্রের জন্য ২০২৬ বিশ্বকাপের আগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ