লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়াকে বলা হয়ে থাকে ফ্যাটি লিভার। এ সমস্যা আবার দু’ভাগে বিভক্ত। একটি অ্যালকোহলিক আরেকটি নন-অ্যালকোহলিক। অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার মূল কারণ হলো মদ্যপান। তবে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহল সেবনের সঙ্গে যুক্ত নয়। যে কারও এ সমস্যা হতে পারে। সাধারণত অতিরিক্ত ওজন বা স্থূলকায় ব্যক্তিদের মধ্যে এই অবস্থা বেশি দেখা যায়।
ফ্যাটি লিভার রোগের এমন কিছু লক্ষণ আছে যা মুখে ফুটে উঠে। যেমন-
ডার্ক সার্কেল: পর্যাপ্ত ঘুমের পরেও মুখে ডার্ক সার্কেল দেখা দেয়। সাধারণত লিভার যখন কার্যকরভাবে বিষাক্ত পদার্থগুলিকে বের করতে পারে তখন চোখের নীচে কালচেভাব দেখা দেয়।
ত্বকের রঙ হালকা: চোখের ত্বকে বা সাদা অংশে হলুদ ভাব জন্ডিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। সাধারণত লিভার ঠিকভাবে কাজ না করলে বিলিরুবিন জমা হওয়ার কারণে এমন হয়।
ফোলাভাব: চোখ এবং গালের চারপাশে ফোলাভাব লিভারের কার্যকারিতা কমে যাওয়ার লক্ষণ হতে পারে।
ফ্যাকাশে ত্বক: ফ্যাটি লিভার রক্তের ডিটক্সিফিকেশনে বাধা দেয়, যার ফলে বর্জ্য পদার্থ রক্তপ্রবাহে জমা হতে পারে। এর ফলে ত্বক ফ্যাকাশে, ফ্যাকাশে বা নিস্তেজ দেখায়।
ব্রণ বা তৈলাক্ত ত্বক: লিভার অতিরিক্ত কাজ করলে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে। এর ফলে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে এবং ব্রণ দেখা দেয়।