যুক্তরাজ্যের লেবার পার্টির ৬০ জন এমপি এক খোলা চিঠিতে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। চিঠিটি বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়। এতে এমপিরা সতর্ক করেছেন, গাজায় এখন জাতিগত নির্মূলের পরিকল্পনা চলছে।
চিঠিতে এমপিরা বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি গাজার সকল বাসিন্দাকে রাফার ধ্বংসস্তূপে একটি শিবিরে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা প্রকাশ করেছেন। এ বিষয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে তারা লিখেছেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সোমবার ঘোষণা দিয়েছেন, গাজার সব ফিলিস্তিনিকে রাফার ধ্বংসস্তূপে একটি শিবিরে জোর করে পাঠানো হবে, যেখানে তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা গভীর উদ্বেগ ও তাগিদ নিয়ে আপনাকে লিখছি।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল স্ফার্ড এই পরিকল্পনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের একটি কার্যকরী পরিকল্পনা’ বলে বর্ণনা করেছেন।
এমপিদের ভাষ্য, ‘যদিও এটি যথাযথ বর্ণনা, আমরা মনে করি আরও সরল একটি শব্দ আছে—গাজার জাতিগত নির্মূল।’
চিঠিতে ব্রিটিশ সরকারকে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে কিছু পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হচ্ছে, যেমন—জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র জন্য অর্থ সহায়তা এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির উদ্যোগ।
তবে কিছু প্রস্তাব সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। যেমন—পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ এবং অবিলম্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।
চিঠিতে এমপিরা সতর্ক করে বলেন, ‘আমরা যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিই, তাহলে নিজেরাই আমাদের দুই-রাষ্ট্র নীতিকে দুর্বল করে ফেলি এবং এক ধরনের বার্তা দিই যে এই স্থিতাবস্থা চলতেই থাকবে—ফলস্বরূপ ফিলিস্তিনি ভূখণ্ড মুছে যাওয়া ও দখলের পথ সুগম হবে।’
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, এবং যখন এই স্বীকৃতি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে, তখনই তা দেওয়া হবে।’
ইতোমধ্যে একাধিক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স এখনো দেয়নি, তবে তারা যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোকে একসঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘গাজায় আজই বিনাশর্তে যুদ্ধবিরতির আহ্বান জানানো মানে হলো—আমরা ইউরোপীয়রা বিশ্বের কাছে দেখাতে চাই যে মানবজীবনের প্রতি আমাদের সম্মান ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমাদের অঙ্গীকারে কোনো দ্বিমুখিতা নেই।’
তিনি আরও বলেন, ‘আজকের দিনে আমরা যদি শান্তি চাই, তাহলে একসঙ্গে মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একটি রাজনৈতিক গতি সঞ্চার করা ছাড়া আর কোনো পথ নেই।’
উল্লেখ্য, লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্টের উদ্যোগে চিঠিটি তৈরি করা হয়। এতে সংগঠনটির দুই সভাপতি সারা ওউয়েন ও অ্যান্ড্রু পেইকসসহ মোট ৫৯ জন এমপি স্বাক্ষর করেন। উল্লেখযোগ্য স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন বিজনেস সিলেক্ট কমিটির চেয়ারম্যান লিয়াম বায়ার্ন, এমপি ট্যানমানজিত সিং ধেসি, এবং ব্যাকবেঞ্চার স্টেলা ক্রিসি, ক্লাইভ লুইস, ডায়ান অ্যাবট ও ডন বাটলার।
এটাই প্রথমবার নয়—এর আগেও লেবার পার্টির এমপিরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন, তবে তখন স্বাক্ষরকারীদের নাম প্রকাশ করা হয়নি। এবারই প্রথম তারা নিজেদের নাম প্রকাশ করে যৌথভাবে অবস্থান স্পষ্ট করলেন।