রাজনৈতিক কারণে অনেকদিন ধরেই দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। তবে দেশের বাইরের সিরিজ বা টুর্নামেন্টগুলোতে কেনো থাকছেন না এই অলরাউন্ডার, সেটা নিয়ে বেশ কৌতুহল তৈরি হয়েছে।
সম্প্রতি গ্লোবাল সুপার লিগে সাকিবের ফর্ম দেখে সেই প্রশ্নটা আরও বেশি করে আসতে শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে এবার সাকিবের দলে ফেরার বিষয়ে ইতিবাচক বার্তা দিলেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।
রাজনৈতিক কারণে দেশে তার নিরাপত্তা শঙ্কার বিষয়টি স্পষ্ট। তবে দলের প্রয়োজনের মুহূর্তে দেশের বাইরের কোনো সিরিজ বা টুর্নামেন্টে তার না থাকার বিষয়টি অনেকের কাছেই বোধগম্য নয়। বোলিং অ্যাকশনে সমস্যা থাকাকালীন বোর্ডের যুক্তি ছিল, শুধু বোলার সাকিবকে দলে জায়গা পাওয়ার যোগ্য হিসেবে দেখছেন না নির্বাচকরা। কিছুদিন আগে সেটাও শুধরে এসেছেন সাকিব। খেলেছেন পাকিস্তান সুপার লিগে। পিএসএলে সাকিবের পারফরম্যান্স তেমন স্বস্তিদায়ক না হলেও চলমান গ্লোবাল সুপার লিগে আলো কেড়েছেন সাকিব।
সাকিবের অনুপস্থিতিতে দলের হাল ধরতে পারছেন না জুনিয়ররা। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের পর এবার শ্রীলঙ্কায় নাকানিচুবানি খাচ্ছেন মেহেদী মিরাজ এবং লিটন দাসরা।
এমন অবস্থায় ফর্মে থাকা সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বোর্ডের ভাবনা কী, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে ইতিবাচক উত্তর দিয়েছেন বিসিবি পরিচালক মিঠু। সাকিবের বিষয়ে টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট অপারেশন্স দ্রুত কোনো উদ্যোগ নেবে বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, এখানে কোনো দ্বিতীয় চয়েজ নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে…আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই ব্যাপারটি দেখবে- ইফতেখার আহমেদ মিঠু, বিসিবি পরিচালক।’
গত মঙ্গলবার (৮ জুলাই) আরও একবার সাকিবের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিঠু। সেখানে তিনি জানান, সাকিবের ফর্ম বিবেচনায় নিয়ে তাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ক্যারিবীয় ভূমিতে সেই ফর্মের ঝলক দেখাতে পেরেছেন সাকিব, সেক্ষেত্রে তার ভক্তরা আশাবাদী হতেই পারেন।
সাকিবের সঙ্গে বোর্ডের নিয়মিত যোগাযোগ আছে বলে তিনি আরও জানান,’যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে…ক্রিকেট অপারেশন্সের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তা-ভাবনা, একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবে সেটা দেখা যাক। তারা আসুক….ফাহিম ভাই বা লিপু ভাই বলুক (সাকিবের বিষয়ে তাদের পরিকল্পনা নিয়ে)…তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে। তখন আমরা বুঝতে পারব তাদের পরিকল্পনা কী। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই। তাকে বাদ দিয়ে দিতে পারবেন না।’