বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিএনপি তাদের কখনো ছাড় দেয়নি। গতকালের ঘটনার পর বিএনপি বসে নেই। এরইমধ্যে অপরাধীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
রিজভী বলেন, সব ঘটনার রাজনৈতিক চরিত্র নেই। বিএনপি অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না। রাষ্ট্রের ভেতরে অনেক মাস্টারপ্ল্যান থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি কী বলেছে? যারা অপরাধ করেছে, তাদেরকে প্রশ্রয় দিয়েছে? সেটা তো বলেনি। বরং অতিদ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি এ ক্ষেত্রে শেখ হাসিনার উদাহরণ টানেন। বলেন, তিনি মাফিয়া-দুর্বৃত্ততন্ত্র কায়েম করেছিলেন। শামীম ওসমান, ইয়াবা ব্যবসায়ী বদি, অথবা নাটোরের শিমুল—সবাই ভয়ঙ্কর সন্ত্রাসী। তাদের সংসদের মধ্যে প্রশ্রয় দিয়েছিলেন।
বলেন, শেখ হাসিনার আশকারাতেই নারায়ণগঞ্জে শিশু ত্বকী হত্যার মতো ঘটনা ঘটেছে। কিন্তু তেমন কিছু বিএনপির আমলে কখনও হয়নি। বরং প্রশাসনকে বলা হয়েছে—আপনারা দায়িত্ব পালন করুন, গ্রেফতার করুন।
অপরাধীদের কোনা ছাড় দেয় না তাদের দল একথা উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি একটি বিশাল পরিবার। কোথা থেকে, কোন দিক থেকে দুষ্কৃতিকারী ঢুকে পড়ছে কিংবা বিএনপির নাম ভাঙাচ্ছে—সব সময় তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব কিংবা অন্য সিনিয়র নেতারা খেয়াল রাখতে পারেন না। একটা ওয়ার্ড পর্যায়ে কে ঢুকছে, সেটা দেখাও কঠিন। বরং দেখার বিষয়, দল তাদের দায়িত্ব নিচ্ছে কিনা। বড় কথা হলো, বিএনপি বিন্দুমাত্র কাউকে ছাড় দিচ্ছে না।
তিনি আরও বলেন, সমাজের সজ্জন, আলোকিত, ভদ্র মানুষ বিএনপি করবে—এটাই বলে গেছেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এজন্য অনেকে বলেন, তার আমলে আমরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারতাম।