spot_img

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

অবশ্যই পরুন

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরমধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আজ শনিবার (১২ জুলাই) বিএসএফের গুলিতে প্রাণ যায় এক বাংলাদেশির। গতকাল রাতে সুনামগঞ্জেও প্রাণ হারান গুলিবিদ্ধ একজন।

বিজিবি জানায়, শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ভাঙ্গারপাড় এলাকায় একদল বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন শফিকুল।

তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় প্রতিবাদ ও বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়েছে বিজিবি।

অন্যদিকে বিএসএফ এর গুলিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর সীমান্তেও এক বাংলাদেশির প্রাণ ঝরেছে। দিনাজপুর ৪২ বিজিবর অধিনায়ক জানান, আজ শনিবার (১২ জুলাই) ভোরে ভারতের মালদাখন্ড পরিয়াল ক্যাম্পের বিএসএফ জোয়ানরা এই গুলি ছুঁড়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ২০ বছর বয়সী রাসেল। হরিপুর সদর এলাকার বাসিন্দা তিনি।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়েছে স্পোর্টিং

কাগজে কলমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইন। তবেব লিসবনে স্পোর্টিংয়ের কাছে শেষ মুহূর্তের গোলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ