spot_img

পরকীয়া ঠেকাতে ‘বিমানে বোমা’ নাটক, গ্রেফতার ৩

অবশ্যই পরুন

বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু বিজি-৩৭৩ ফ্লাইটের বোমা থাকার মিথ্যা খবর দেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, বিমানে বোমা আছে এমন ভুয়া তথ্য দেয়ার পেছনে পরকীয়ার ঘটনা জড়িত। পরকীয়া প্রেমিকাকে নিয়ে এক যুবক নেপালে ঘুরতে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে ভ্রমণ ঠেকাতে ওই যুবকের স্ত্রী বোমা থাকার মিথ্যা খবর দেয়ার পরিকল্পনা করেন। পরে যুবকের মা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ফোন করে বোমা থাকার ভুয়া খবর দেন।

গতকাল শুক্রবার বোমা থাকার তথ্যে বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িক স্থগিত করা হয়। অজ্ঞাত একটি ফোনে এই তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বিমানটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে কোনও বোমা পাওয়া যায়নি বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। উড়োজাহাজটিতে ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু ছিল।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৯১ জন...

এই বিভাগের অন্যান্য সংবাদ